মেহেরপুরে সুদের কারবারি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রাম থেকে সুদের কারবারে জড়িত থাকায় হাতেম আলীকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি

মেহেরপুরের গাংনীতে অবৈধ সুদের কারবারে জড়িত থাকার অভিযোগে হাতেম আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে হাতেম আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা, ছয় ভরি সোনার গয়না, ১০০ টাকা মূল্যের ১২‌টি স্ট্যাম্প ও ৯‌টি ব্যাংক চেক উদ্ধার করা হয়।

গাংনী থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি হাতেম আলীর বিরুদ্ধে মে‌হেরপুর পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ করেন এক ভুক্তভোগী। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিকেলে হাতেম আলীকে তার বাড়ি থে‌কে গয়না, ব্যাংক চেক, স্ট‌্যাম্পসহ আটক করে পুলিশ। সু‌দের কারবারে এসব চেক, গয়না ও স্ট‌্যাম্প ব্যবহার করতেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন হাতেম।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘হাতেম আলীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি গাংনী উত্তরপাড়ার আরও দুই সুদ কারবারিকে গ্রেপ্তার এবং তাদের বাড়ি থেকে ব্যাংক চেক ও স্ট্যাম্প উদ্ধার করা হয়।