মেহেরপুরে ১০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

Looks like you've blocked notifications!
মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া থেকে শনিবার রাতে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ছবি : সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়ার একটি বাড়ি থেকে ১০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় বোমা ও বোমা তৈরির সরঞ্জামের সঙ্গে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামও জব্দ করা হয়। আব্দুল জব্বার নামে গাছির (খেঁজুর গাছ থেকে রস সংগ্রহকারী) শোবার ঘর থেকে এসব উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গাংনী থানা পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালানো হয়।

ওসি রাজ্জাকের জানান, অভিযানের এক পর্যায়ে আব্দুল জব্বারের শোবার ঘরে একটি বাক্সের মধ্যে মাটির হাড়ি থেকে ৫টি ও দুটি প্লাস্টিকের ড্রামে প্যাকেটের মধ্য থেকে আরও ৫টি বোমা উদ্ধার করা হয়। এ অভিযানে ওই ঘর থেকে ১০টি বোমা উদ্ধারের পাশাপাশি বোমা তৈরির সরঞ্জাম, গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি রাজ্জাকের দাবি, জব্বার গোপনে বোমা তৈরি করে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতো। অভিযানের পর থেকে সে পলাতক রয়েছে।

আব্দুল জব্বারকে আটকের চেষ্টা চলছে জানিয়ে ওসি রাজ্জাক বলেন, ‘জব্বারের নামে মামলার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা বোমাগুলো পানিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।’