মেহেরপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Looks like you've blocked notifications!
মেহেরপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : এনটিভি

অপরিচ্ছন্ন পরিবেশ ও নিম্নমানের খাবার পরিবেশনের দায়ে মেহেরপুরের গাংনী বাজারের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ১৬ হাজার টাকা। আজ বুধবার দুপুরে মেহেরপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সজল আহমেদ জানান, অপরিচ্ছন্ন পরিবেশ ও নিম্নমানের খাবার পরিবেশনের দায়ে গাংনী সুইটস অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার ও বিরিয়ানি হাউজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, বাসি ও নিম্নমানের সবজি বিক্রির দায়ে মেসার্স নাজ ভাণ্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়েছে বলেও জানান সজল। অভিযানের সহযোগিতা করে মেহেরপুর জেলা পুলিশ।