মোংলায় কোটি টাকা মূল্যের বিদেশি কাপড় জব্দ

Looks like you've blocked notifications!
বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের অভিযানে জব্দকৃত এক কোটি টাকা মূল্যের বিপুল বিদেশি কাপড়। ছবি : এনটিভি

মোংলায় এক কোটি টাকা মূল্যের বিপুল বিদেশি কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত ১৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টা থেকে ১৭ নভেম্বর দুপুর দেড়টা পর্যন্ত মোংলার হলদিবুনিয়া খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মংলা ও বিসিজি আউট পোস্ট নলিয়ানর সমন্বয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়। ওই সময় অভিযানকারীরা শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা এক কোটি পনের হাজার টাকা মূল্যের অবৈধ বিদেশি ৮৩৩ পিস শাড়ি, ৫৯ পিস লেহেঙ্গা ও  ১০০ পিস চাদর জব্দ করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, ‘উদ্ধারকৃত মালামাল গতকাল বুধবার রাতে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।’