মোংলায় দুদিন উন্মুক্ত থাকবে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ

Looks like you've blocked notifications!
মোংলায় মহান বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত। ছবি : এনটিভি

মহান বিজয় দিবস উপলক্ষে মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য দুদিন উন্মুক্ত রাখা হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দিগরাজ নৌঘাঁটির জেটিতে বিএনএস করতোয়া উন্মুক্ত রাখা হবে।

বিজয় দিবস উপলক্ষে এবারই প্রথম দুই দিন যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখছে নৌবাহিনী। যার ফলে আজ থেকে যুদ্ধ জাহাজ উন্মুক্ত করা হয়েছে। আগামীকাল  শুক্রবারও (১৬ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ জাহাজ সব শ্রেণি-পেশা ও বয়সের মানুষের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন করতোয়া জাহাজের অধিনায়ক কমান্ডার মো. রাশেদুল করিম।

মো. রাশেদুল করিম জানান, মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার দিগরাজ নৌঘাঁটির মসজিদে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি-সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধবিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত স্কুল ও কলেজে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।