মোংলায় বজ্রপাতে ৫ গার্মেন্টস শ্রমিক আহত

Looks like you've blocked notifications!
বাগেরহাট মোংলা ইপিজেড অভ্যন্তরের জিনলাইট বাংলাদেশ লিমিটেড। ছবি : এনটিভি

বাগেরহাটের মোংলায় বজ্রপাতে পাঁচ গার্মেন্টস শ্রমিক আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার দুপুর দেড়টার দিকে বজ্রপাতে তারা আহত হন।

মোংলা ইপিজেডের অভ্যন্তরের পোশাক প্রস্তুতকারক জিনলাইট বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা হৃদয় মাহমুদ বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে গার্মেন্টস শ্রমিকরা খাওয়ার পর হাঁটাহাঁটি করছিলেন। এরই মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হলে তাদের মধ্যে কয়েকজন দৌড়ে গিয়ে একটি গাছের নিচে দাঁড়ান। তখন হঠাৎ বজ্রপাতের শিকার হন পাঁচ শ্রমিক।’

আহতরা হলেন—বাবু, রাব্বি, ওবায়দুল, মিল্টন ও আল আমিন।

হৃদয় বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে তাদের সেখান থেকে দ্রুত উদ্ধার করে প্রথমে ইপিজেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের উন্নত চিকিৎসা চলছে। তারা সবাই এখন ভালো আছেন।’

সবার সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন হৃদয় মাহমুদ। বজ্রপাতে আহতদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।