মোবাইলফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়লেন যুবক

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি : এনটিভি

মোবাইলফোনে কথা বলতে বলতে রেলপথ দিয়ে হাঁটছিলেন হযরত আলী তুহিন (২৫) নামে এক যুবক। এসময় ঢাকা থেকে রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কা লেগে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। আজ শনিবার (২১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের শহীদ এম মনসুর আলী স্টেশনের পুবদিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী রংপুর জেলা সদরের খুটু চাম্পাট গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

কামারখন্দ ফায়ার সার্ভিসের লিডার মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

সিরাজগঞ্জ জিআর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’