মোবাইল ফোনের সিম ব্লক, বাংলালিংকসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

মোবাইল সিম ব্লক রাখার কারণ জানতে চেয়ে সিম কোম্পানি বাংলালিংকসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা পুলিশে অতিরিক্ত আইজিপি ড. নাজিবুর রহমান।

নোটিশে বাংলালিংক ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আজ রোববার ড. নাজিবুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম আশরাফ এ নোটিশ পাঠান। নোটিশে সিম ব্লক করার বিষয়ে আগামী সাতদিনের মধ্যে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে হাইকোর্টে রিট করা হবে বলে জানানো হয়।

এ বিষয়ে আইনজীবী আশরাফুল ইসলাম বলেন, ‘গত ৮ জুলাই হঠাৎ ড. নাজিবুর রহমানের ব্যবহৃত মোবাইল সিমটি ব্লক হয়ে যায়। পরে ১৪ জুলাইয়ের পর সেটি আবার সচল করে (আনব্লক) দেওয়ায় হয়। কিন্তু, সিমটি কেন ব্লক করা হলো, ব্লক করার কারণ কী, কোনো কিছুই জানেন না তিনি। এ বিষয়ে বাংলালিংক ও বিটিআরসির সঙ্গে যোগাযোগ করেও তিনি কোনো উত্তর পাননি। তাই এ নোটিশ পাঠানো হয়েছে।’

যথাযথ উত্তর না পেলে মামলায় যাবেন বলেও জানান এই আইনজীবী।