মোহনগঞ্জে আখলাকুল হোসাইন আহমেদ স্মৃতি গ্রন্থাগার উদ্বোধন
নেত্রকোনার হাওর উপজেলা মোহনগঞ্জের আদর্শনগর এলাকায় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অভ্যন্তরে আখলাকুল হোসাইন আহমেদ স্মৃতি গ্রন্থাগার স্থাপন করা হয়েছে। আজ রোববার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ গ্রন্থাগার উদ্বোধন করেন স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ।
নেত্রকোনার জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমানের সভাপতিত্বে আজ বেলা ১১টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টায় ভার্চ্যুয়াল উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। নির্ধারিত অতিথিরাসহ এতে ১৬২ জন যুক্ত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে আলোচনা করেন কবি নির্মলেন্দু গুণ। তিনি তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই পড়ার পরামর্শ সামনে এনে বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে পাঠাগার।’
কবি আরও বলেন, শুধু শিক্ষার্থী নয়; সব মানুষের সামনে বই তুলে ধরতে হবে—তাহলেই পড়ার ইচ্ছে জাগবে। যারা পড়তে জানেন না তারাও যেন পাতা উল্টিয়ে ছবি দেখেন।
বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. লুৎফুল হাসান এবং বিমান বাংলাদেশ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।
মহতী এ ভার্চ্যুয়াল অনুষ্ঠানে আরও যুক্ত হন কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, নেত্রকোনার সাবেক জেলা প্রশাসক ও ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান, সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি সিকদার, অধ্যাপক বিধান মিত্র, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জীবন কৃষ্ণ সরকার, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত রায়, নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুর খান মিঠু।
নেত্রকোনার উন্নয়ন অগ্রযাত্রার রূপকার আদর্শনগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব এবং বর্তমান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান সাজ্জাদুল হাসানের স্বপ্নের কলেজ শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং প্রয়াত সাবেক গণপরিষদ সদস্য ডা. আখলাকুল হোসাইন আহমেদের নামে এ গ্রন্থাগার স্থাপন করা হলো।
মরহুম আখলাকুল হোসাইন আহমেদ শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাজ্জাদুল হাসানের বাবা।