মৌলভীবাজারে আগুনে ভস্মীভূত ৪ বসতঘর

Looks like you've blocked notifications!
মৌলভীবাজারে বসতঘরের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ারফাইটার। ছবি : এনটিভি

মৌলভীবাজার শহরের শ্যামলী এলাকায় আগুন লেগে চারটি বসতঘর পুড়ে গেছে। গতকাল রোববার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, লন্ডন প্রবাসী সিরাজ উদ্দিনের মালিকানাধীন বসতঘরে আটটি পরিবার বাস করতেন। প্রথমে আগুনের সূত্রপাত হয় একটি বসতঘরে। পরে আগুন ছড়িয়ে পড়লে চারটি বসতঘর ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। চারটি পরিবার ভাড়া নিয়ে থাকতেন ওই ঘরে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জিতু তালুকদার বলেন, ‘ঘরগুলো তালাবদ্ধ ছিল। আগুনের সূত্রপাত কীভাবে তা তদন্ত ছাড়া বলা যাবে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হবে।’

এদিকে এ ঘটনার পর সেখানে উপস্থিত হন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মুঠোফোনে আলাপের সময় বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্তদের সবধরনের সহায়তা দেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরটি সংস্কার করতেও মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।