মৌলভীবাজারে করোনার সংক্রমণ বাড়ছে, ২৪ ঘণ্টায় শনাক্ত ৪২ শতাংশ

Looks like you've blocked notifications!
মৌলভীবাজারে ২৪ ঘণ্টার রিপোর্টে দেখা গেছে, জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। ছবি : এনটিভি

সীমান্ত জেলা মৌলভীবাজারে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। বৃহস্পতিবার রাতে আসা রিপোর্ট অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪২ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৫৮ শতাংশ।

মৌলভীবাজারে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে আগামী ২৭ জুন জেলার করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা হবে। মৌলভীবাজারের সাত উপজেলার মধ্যে পাঁচ উপজেলার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। প্রতিদিনই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মৌলভীবাজার পৌরসভা করোনা নিয়ন্ত্রণে জনসাধারণকে সচেতন করতে প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণ করছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, স্বাস্থ্যবিধি মানা ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল শনিবার থেকে জেলার সাত উপজেলায় ২০টি ভ্রাম্যমাণ আদালত সকাল ও বিকেলে দুইবার করে পরিচালনা করা হবে। এছাড়াও পরশু রোববার থেকে করোনার প্রাথমিক ধারণার জন্য শহরের বিভিন্ন স্থানে অ্যান্টিজেন টেস্টের পরিকল্পনা রয়েছে। সেদিন করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা হবে। ওই সভার সিদ্ধান্ত অনুয়ায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, সর্বশেষ গতকাল বৃহস্পতিবার রাতে আসা ২৪ ঘণ্টার প্রতিবেদন অনুয়ায়ী ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪২ শতাংশ। এ পর্যন্ত জেলায় দুই হাজার ৭৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেনদুই হাজার ৫৫৯ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন। জেলায় সরকারি হিসাবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৩ জন।