মৌলভীবাজারে করোনা উপসর্গে চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬২
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৬২ জন।
মৌলভীবাজার সদর হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে মৃত চারজন হলেন সদর উপজেলার সম্পদপুর গ্রামের রাবেয়া বেগম (৫৫), খলিলপুর এলাকার দুধবান বেগম (৭৫), মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকার লতিনত মোহন সাহা (৭৪), শ্রীমঙ্গল উপজেলার ভবানপুর এলাকার তারুকান বেগম (৯০)।
আজ সোমবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩৫ দশমিক ৬৩ শতাংশ।
নতুন শনাক্ত ৬২ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ১২, জুড়ির আট, শ্রীমঙ্গলের তিন, কুলাউড়ার ১৯, কমলগঞ্জের এক, বড়লেখার ১৪ ও রাজনগরের পাঁচজন।
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, এ পর্যন্ত জেলায় চার হাজার ৭৭৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে তিন হাজার ৩৩৮ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৬৯ জন।
সরকারি হিসাবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছে ৫৩ জন।