মৌলভীবাজারে টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কোর্স উদ্বোধন

Looks like you've blocked notifications!
মৌলভীবাজারে বাংলাদেশ চা বোর্ড প্রকল্প উন্নয়ন ইউনিট প্রথম বারের মতো চা বাগান ব্যবস্থাপকদের পাঁচ দিনব্যাপী টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কোর্স করাচ্ছে। ছবি : এনটিভি

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেছেন, চায়ের গুণগত মান ঠিক রাখতে পারলে চায়ের দাম ভালো পাওয়া যাবে। এতে দেশ ও বিদেশে চায়ের চাহিদা বৃদ্ধির পাশাপাশি রপ্তানিও বৃদ্ধি পাবে। আজ রোববার দুপুরে বাংলাদেশ চা বোর্ড প্রকল্প উন্নয়ন ইউনিট মৌলভীবাজারের আয়োজনে প্রথম বারের মতো চা বাগান ব্যবস্থাপকদের নিয়ে পাঁচ দিনব্যাপী টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কোর্সের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ চা বোর্ড প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ আলী, বাংলাদেশ চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমীন, ফিনলে ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জি এম শিবলী।

পাঁচ দিনব্যাপী টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কোর্সে সিলেট, মৌলভীবাজার, পঞ্চগড় ও কুড়িগ্রাম থেকে আসা ৩২ জন বাগান ব্যবস্থাপক ও ক্ষুদ্র চাষি অংশগ্রহণ করেন।