মৌলভীবাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

Looks like you've blocked notifications!
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনায় পুলিশের অবস্থান। ছবি : এনটিভি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার মুন্সিবাজার এলাকায় গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ ঘটে।

স্থানীরা জানান, গতকাল রোববার রাতে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ গাড়ি বহর নিয়ে মুন্সিবাজার এলাকায় নৌকার চেয়ারম্যান প্রার্থী ইফতেকার আহমদ বদরুলের নির্বাচনি কার্যালয়ে সামনে যান। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুনেল আহমদ তরফদারের (ঘোড়া প্রতীক) সমর্থকেরা মোবাইল ফোন দিয়ে ছবি তুলতে থাকেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। পরে গুরুতর আহত ব্যক্তিদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার জানান, সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপির এপিএস সোহেল আহমদ ও গানম্যান তারেকুল ইসলাম। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।