মৌলভীবাজারে পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহক হয়রানির অভিযোগ, মানববন্ধন

Looks like you've blocked notifications!
মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন চৌমুহনীতে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : এনটিভি

মৌলভীবাজারের কুলাউড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসে নানা অনিয়ম, দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় কুলাউড়া স্টেশন চৌমুহনীতে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে এলাকার নারীরাসহ প্রায় শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন। ভুক্তভোগী গ্রাহক আজিজুল হায়দারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, ব্রাহ্মণবাজার ইউনিয়নের (ইউপি) সদস্য ছয়ফুল ইসলাম, সমাজকর্মী নাজমুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গ্রাহক লুৎফুল হায়দার বিদ্যুৎ বিল পরিশোধ করা সত্ত্বেও ২০ দিন ধরে সংযোগ বিচ্ছিন্ন রাখায় সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় উল্টো মিথ্যে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

ভুক্তভোগী আরেক গ্রাহক আজিজুল হায়দার বলেন, ‘আমার মা একজন ডায়বেটিস, হার্ট ও পেসারের রোগী। বিদ্যুৎ বিল পরিশোধ করলেও এই জেরে ২০ দিন ধরে আমাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না করায় আমার অসুস্থ মা মাহমুদা খানম অতি গরমে কষ্টের মধ্যে আছেন। বিদ্যুৎ না থাকায় আমার মায়ের পায়ের হাঁড় ক্ষয় ও কোমরের হাড় ক্ষয়ের জন্য থেরাপি এবং শ্বাসকষ্টের জন্য নেবুলাইজার দিতে পারছি না।’

কুলাউড়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম এম নাজমুল হক তারেক নানা অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘ওই গ্রাহক পুনঃসংযোগের কোনো আবেদনই করেননি। আবেদন করলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ব্যবস্থা নেওয়া হবে।’