মৌলভীবাজারে শিশু ও নারীসহ ১৬ রোহিঙ্গা আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/12/18/moulvibazar-pic-1.jpg)
মৌলভীবাজারে আটক রোহিঙ্গা। ছবি : সংগৃহীত
কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার জেলা সদরের পথে শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে শিশু ও নারী ১৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আজ রোববার তাদের আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বিকেলে সাংবাদিকদের জানান, জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক ছুটি ভোগ শেষে চট্টগ্রাম থেকে পরিবহণে করে মৌলভীবাজার আসছিলেন। সেখানে কিছু যাত্রীদের রোহিঙ্গা হিসেবে তাঁর সন্দেহ হয়। তিনি বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে অবহিত করলে সকালে শ্রীমঙ্গল থানার এসআই মো. জাকির হোসেন ফোর্সসহ ওই বাসে অভিযান চালায়। এসময় ১৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা কক্সবাজার কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানায়। তাদেরকে আবারও ওই ক্যাম্পে পাঠানো হবে বলে জানায় পুলিশ।