ময়মনসিংহে গণ অধিকারের মিছিলে হামলা, আহত ১৫
ময়মনসিংহে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। হামলায় ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে শহরের কাচারিঘাট বালুচড়ে এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, হামলায় গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছাত্রলীগের নামধারী ব্যক্তিরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ঝুনু রঞ্জন দাস ও ধোবাউড়া ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব আমিরুল ইসলাম জয়।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, মিছিলের শেষ পর্যন্ত পুলিশ তাদের সঙ্গে ছিল। এ সময় হামলার কোনো ঘটনা ঘটেনি। পরে তাদের ওপর হামলা হয়েছে কি না, এ বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
হামলায় আহতরা হলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন, ঝুনু রঞ্জন দাস, সদস্য সচিব আবুল বাশার, কর্মী শহিদুল ইসলাম, তোফাজ্জল হোসেন, নেত্রকোনা জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব রাসেল খান, কর্মী শিশির আহমেদ, অর্ণব, আনন্দ আহমেদ, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, কর্মী শহিদুল ইসলাম, তোফাজ্জল হোসেন, ছাত্র অধিকার পরিষদের তৈমুর আহমেদ, ধোবাউড়া ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব আমিরুল ইসলাম জয় প্রমুখ।
ঝুনু জানান, আজ বিকেল ৪টার দিকে গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে স্থানীয় ও ঢাকার নেতাকর্মীরা রেলওয়ের কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি নতুন বাজারে হয়ে কাচারিঘাট বালুচড়ে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণের সময় তাদের ওপর হামলার ঘটনাটি ঘটে।