ময়মনসিংহে ‘গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে’ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

Looks like you've blocked notifications!
ময়মনসিংহে গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাতে এক ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ছবি : এনটিভি

ময়মনসিংহের দিঘারকান্দা এলাকায় গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে এক ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতেরা হলেন দিঘারকান্দা এলাকার দেলোয়ার হোসেন দুলু (৪৫) ও মিলন (৪৫)।

আহত দেলোয়ারের স্ত্রী শামিমা আকতার ও স্থানীয়রা বলেন, হামলার আগে গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

শামীমা বলেন, ‘আমার স্বামী দেলোয়ার একজন মোটরপার্টস ব্যবসায়ী। দেলোয়ারের বাবা ও আমার শ্বশুর তোতা মিয়া এবং সিরাজুল ইসলাম গোষ্ঠীগত চাচাতো ভাই। সিরাজুল ইসলামের ছেলে সাবাস, সুবাশ ও বাবুসহ ১০ থেকে ১৫ জন মিলে দোকানে হামলা চালিয়ে আমার স্বামীকে কুপিয়ে গুরুতর আহত করে। এর আগে ককটেল ফাটায় ও গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। হামলাকারীদের সঙ্গে আগে থেকেই গোষ্ঠীগত দ্বন্দ আছে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, ‘ঘটনা শুনে আমি হাসপাতালে আহতদের দেখতে গিয়েছি। অভিযোগ পেলে যারা জড়িত তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’