ময়মনসিংহে ছয় ‘ডাকাত’ গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছয় ‘ডাকাতকে’ গ্রেপ্তার করেছে। ছবি : এনটিভি

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজ শুক্রবার বিকেলে ই-মেইল বার্তায় এই তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশালের মো. আনিস (৫৮), ঢাকার মিরপুরের মো. আ. লতিফ (৪২), টাঙ্গাইলের সখিপুরের মো. হানিফ (৫০), সিরাজগঞ্জের মো. আমিনুল ইসলাম (২০), নীলফামারীর মো. আলতাফ হোসেন (৩৫) এবং ময়মনসিংহের মো. আতিকুল ইসলাম (২৮)।

গোয়েন্দা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ত্রিশাল থানার গুজিয়াম চৌরাস্তায় ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছয়টি দেশীয় অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের রিমান্ড চেয়ে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি শফিকুল।