ময়মনসিংহে জেএমবির পলাতক আসামি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
ময়মনসিংহে জেএমবির পলাতক আসামি আজিজুল হক গোলাপকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১৪-এর অভিযানিক দল। ছবি : র‍্যাব-১৪

ময়মনসিংহ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৪) একটি অভিযানিক দল জেএমবির পলাতক আসামি আজিজুল হক গোলাপকে (৩৮) গ্রেপ্তার করেছে। গোপন খবরের ভিত্তিতে গতকাল সোমবার (৮ মে) ভালুকা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজিজুল হক গোলাপ ২০০৫ সালে ময়মনসিংহে সিরিজ বোমা হামলা মামলার চার্জশিটভুক্ত পালাতক আসামি বলে জানিয়েছে র‍্যাব।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় র‍্যাব অফিসে অধিনায়ক মহিবুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে এই খবর জানান।

র‍্যাব অধিনায়কের দাবি, গ্রেপ্তার হওয়া গোলাপ ১৮ বছর ধরে আত্মগোপনে ছিলেন। ২০০৬ সালের ১১ সেপ্টেম্বর বোমা হামলা মামলায় ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি তাঁদের একজন। তিনি ঢাকার একটি ফ্যাশন হাউসের সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে আদালতে পাঠানো হবে বলেও জানায় র‍্যাব।