ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, দুই ঘণ্টা পর স্বাভাবিক

Looks like you've blocked notifications!
ময়মনসিংহে আজ শনিবার কেওয়াটখালি রেল সেতুর ওপর ট্রেনের দুই চাকা লাইনচ্যুত। ছবি : এনটিভি

ময়মনসিংহের কেওয়াটখালি রেলওয়ে সেতুর ওপর বলাকা কম্যুটার ট্রেনের দুই চাকা লাইনচ্যুত হওয়ায় দুই ঘণ্টা পর ময়মনসিংহ-মোহনগঞ্জ-জাড়িয়া ও ভৈরব রুটে ট্রেন চলাচল চালু হয়েছে। 

আজ শনিবার বেলা পৌনে ২টার দিকে ট্রেনটি মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ জংশন স্টেশনে প্রবেশের আগে কেওয়াটখালি রেল সেতুর ওপর ট্রেনের দুই চাকা লাইনচ্যুত হয়। 

লোকশেডের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ‘চাকা লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে কেওয়াটখালি লোকশেড থেকে রিলিফকার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফলে ময়মনসিংহ-মোহনগঞ্জ-জাড়িয়া ও ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল চারটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’