ময়মনসিংহে দুই ভাই হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন
ময়মনসিংহের চরাঞ্চলে মাদ্রাসার জমি ও কমিটি নিয়ে বিরোধের জেরে দুই ভাই রফিকুল ও শফিকুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কয়েকশ এলাকাবাসী। আজ শনিবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার নয়পাড়া গ্রামে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী।
বিক্ষোভ মিছিল শেষে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সিরতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন আহম্মেদ বকুল, নিহতদের বাবা আলী আকবর ও ছেলে মাহমুদুল হাসানসহ অন্যরা।
বক্তারা দুই ভাই হত্যার প্রধান আসামি সিরতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা আবু সাঈদসহ খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
গত বছরের ১০ ডিসেম্বর সকালে ময়মনসিংহ সদর উপজেলার চর সিরতা ইউনিয়নের নয়াপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ ডিসেম্বর সিরতা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদসহ ৩৬ জনের নাম উল্লেখ করে নিহত দুজনের বাবা আকবর আলী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। তাদের অনেকেই উচ্চ আদালতসহ নিম্ন আদালতের আদেশে জামিনে রয়েছেন। বাকিরা পলাতক। তাদের একজন মামলার প্রধান আসামি সিরতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ। আবু সাঈদ ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি সাবেক ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছিলেন।