ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে প্রচারপত্র বিলি

আগামী ৪ ফেব্রুয়ারির বিভাগীয় সমাবেশ সফল করতে ময়মনসিংহ মহানগরীর চরপাড়া এলাকায় লিফলেট বিতরণ করছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : এনটিভি
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে নগরীর দিঘারকান্দা বাইপাস মোড়, চরপাড়া এলাকায় লিফলেট বিতরণ শেষে চরপাড়া টাইমস স্কয়ারে পথসভায় তিনি এই আহ্বান জানান।
পথসভায় বিএনপির মহানগর আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, সম্মিলিত পেশাজীবী পরিষদের বিভাগীয় সদস্য সচিব ডা. মোহাম্মদ আলী, জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনের নেতৃত্বে পাটগুদাম ব্রিজের মোড় ও মহানগর বিএনপির উদ্যোগে প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।