যশোরে তীব্র শীত, বেড়েছে গরম কাপড়ের চাহিদা

Looks like you've blocked notifications!
যশোরে আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ছবি : এনটিভি।

যশোরে শীত ও কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। যশোর আবহাওয়া অফিস আজ রোববার (৮ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সারাদিন সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। দিনের বেলাতেও সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শীত-কুয়াশার সাথে উত্তরের হিমেল হাওয়া সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা প্রায় অচল করে ফেলেছে। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি একেবারেই কমে গেছে। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।

এদিকে, ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া প্রায় ৫০ হাজার কম্বল জেলা প্রশাসন উপজেলা প্রশাসনগুলোর মাধ্যমে বিতরণ করছে। তবে বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে প্রতিবছর নিম্নবিত্তদের মাঝে কম্বল বিতরণ করা হলেও এবার সেরকম উদ্যোগ দেখা যাচ্ছে না। রেড ক্রিসেন্ট, প্রেসক্লাবের মতো প্রতিষ্ঠানগুলোতে শীতে আক্রান্ত লোকজন প্রতিদিনই গরম কাপড়ের জন্য ভিড় জমাচ্ছেন।