যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে কাভার্ডভ্যান, নিহত ৫

Looks like you've blocked notifications!
যশোর-মনিরামপুর সড়কের বেগািরতলায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। ছবি : এনটিভি

যশোর-মনিরামপুর সড়কের বেগারিতলায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে রাস্তার পাশে বেশ কয়েকটি দোকানে ঢুকে পড়ায় এক শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে যশোর থেকে যাওয়া একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে দাড়িয়ে থাকা হাবিবুর রহমান (৫৫) ও তার শিশুপুত্র তাউশিকে (৭) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এ দুজনের মৃত্যু হয়। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশের আরও চারটি দোকান ও একটি খাবার হোটেলে ঢুকে পড়ে। এ ঘটনায় হোটেলে থাকা আরও তিনজন পিষ্ট হয়ে মারা যান। তারা হলেন, মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের জিয়ারুল (৩৫), টুনিয়াঘরা গ্রামের তৌহিদুর রহমান (৩৮) ও মীর শামসুল ইসলাম (৬০)। নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপন কুমার।

মনিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান বলেন, ‘কাভার্ডভ্যানটি রাস্তার পাশে অন্তত ১০টি দোকানকে আঘাত করলে এ হতাহতের ঘটনা ঘটে।’

মনিরামপুর ফায়ার স্টেশনের অফিসার প্রনব কুমার বিশ্বাস বলেন, ‘হোটেলে নাস্তা করার জন্য হাবিবুর রহমান নামের এক ব্যক্তি তার শিশুপুত্র তাউশিকে নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় কাভার্ড ভ্যানটি তাদের চাপা দিয়ে সড়কের পাশে আরও কয়েকটি দোকানে আঘাত করে একটি খাবার হোটেলে ঢুকে পড়ে। হাবিবুর রহমান ও তার শিশুপুত্র ঘটনা স্থলেই মারা যান। হোটেলের ভেতরে মারা যান আরও তিনজন।’ তিনি আরও জানান, কাভার্ডভ্যানের চালককে পাওয়া যায়নি। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।