যশোরে বিএনপির সমাবেশ ঘিরে ধরপাকড়ের অভিযোগ

Looks like you've blocked notifications!
বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু আজ শনিবার যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : এনটিভি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ মে যশোরে সমাবেশ করবে বিএনপি। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখার কথা রয়েছে। সমাবেশ সফল করতে ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে প্রস্তুতি সভা করছে দলটি। কিন্তু, সমাবেশের তারিখ ঘোষণার পর থেকে দলটির নেতাকর্মীদের হয়রানি করতে পুলিশ ধরপাকড় চালাচ্ছে বলে অভিযোগ করছেন দলটির নেতারা।

আজ শনিবার (২০ মে) দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু।

সাবু বলেন, ‘গত তিন দিনে জেলার বিভিন্ন স্থান থেকে আমাদের ১২০ জন দলীয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। এখানে আসার সময়ও আরও আট থেকে ১০ জনকে আটকের খবর পেয়েছি। আটককৃতদের মধ্যে যশোর নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, যশোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনিরুজ্জামান মাসুম, শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম তরফতার প্রমুখ রয়েছেন।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘২৭ তারিখের সমাবেশের জন্য প্রশাসনের কাছে দুটি জায়গার কথা উল্লেখ করে যেকোনো একটিতে সমাবেশ করার অনুমতি দেওয়ার জন্য দাবি করা হয়েছে। এরপর থেকেই গণ-আটক শুরু হয়। এই গণ-আটক অবিলম্বে বন্ধ করতে হবে।’

সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সহযোগিতা করবে জানিয়ে সাবু বলেন, ‘আমার আশা, তারা আমাদের সহযোগিতা করবে।’

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।