যশোরে মাটি খুঁড়ে জব্দ করা হলো ৮০ স্বর্ণের বার

Looks like you've blocked notifications!
যশোরের চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্তে মাটি খুঁড়ে ৮০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। ছবি : সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্তে মাটি খুঁড়ে ৮০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা। গতকাল শনিবার রাতে সীমান্তের শূন্যরেখার মরিচ বাগানের ভেতরে থেকে এসব বার উদ্ধার করা হয়। এর ওজন ৯ কেজি ৩১০ গ্রাম।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, ‘শনিবার রাতে টহলরত বিজিবি সদস্যরা মরিচ বাগানের কাছে দুজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। এরপর বিজিবি সদস্যরা তাদেরকে অনুসরণ করতে থাকে। চোরাকারবারিরা বুঝতে পেরে সোনার বারগুলো মাটির নিচে লুকিয়ে রেখে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা মরিচ বাগান তল্লাশি করে মাটি খুঁড়ে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেন।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ৩১০ গ্রাম, যার বাজার মূল্য আট কোটি ৩৫ লাখ টাকা।

এ বিষয়ে চৌগাছা থানায় মামলা হয়েছে বলে জানান ব্যাটেলিয়ানের অধিনায়ক।