যশোরে রিকশাচালকদের বিক্ষোভ ও মানববন্ধন
যশোরে রিকশাচালককে চড়থাপ্পড় মারা নারী আইনজীবী আরতি রানী ঘোষের শাস্তির দাবিতে রিকশা-ভ্যান শ্রমিক লীগ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ মঙ্গলবার (৯ মে) বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে রিকশা-ভ্যান শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে শহরে বিক্ষোভ মিছিল করেন রিকশা-ভ্যান শ্রমিক লীগের নেতাকর্মীরা।
রিকশাচালকদের মানববন্ধন চলাকালে সেখানে হাজির হন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা। তিনি অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
মানববন্ধনে জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের যশোর জেলা শাখার সভাপতি আবু তাহের মিয়া বলেন, ‘ঘটনার শিকার ওই রিকশাচালক ভাইয়ের শরীরে একাধিক অস্ত্রপচার করা হয়েছে। এ রকম দুর্বল একটি শরীরে আইনজীবীর পোশাক পরে একজন মানুষ কীভাবে জুতা দিয়ে আঘাত করতে পারেন? এর সুষ্ঠু বিচার না হলে আমরা আরও বড় কর্মসূচি পালন করতে বাধ্য হব।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, প্রচার সম্পাদক চান মিয়া প্রমুখ।
গত রোববার দুপুরে যশোর আদালতের সামনে ফুটপাতে প্রকাশ্যে এক রিকশা-চালককে চড়থাপ্পড় ও জুতা দিয়ে মারেন আইনজীবী আরতী রানী ঘোষ। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনরা নেতিবাচক প্রতিক্রিয়া জানায়।
এ ঘটনায় যশোর আইনজীবী সমিতি আরতী রানী ঘোষকে এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।