যশোরে সাত মামলার আসামি খুন

Looks like you've blocked notifications!
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। ছবি : সংগৃহীত

যশোরে সাত মামলার আসামি খুন হয়েছে বলে দাবি পুলিশের। আজ মঙ্গলবার ভোরে শহরের খালধার রোড এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। তাঁরা নাম—অপু মিয়া (৩৫)। সে হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, অপু মিয়ার বিরুদ্ধে হত্যা, মাদক ও দ্রুত বিচার আইনে সাতটি মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, অপু মিয়া ভোর সাড়ে ৬টার দিকে রিক্সাযোগে বাড়ি থেকে শহরের বড় বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আমিনিয়া আলিয়া মাদ্রাসার সামনে কয়েকজন দুর্বৃত্ত ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এরপর অ্যাম্বুলেন্সে করে ঢাকায় রওনা হন স্বজনরা।

যশোর পুলিশের মুখপত্র জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপন কুমার জানান, ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে অপু মিয়ার অবস্থার অবণতি হলে তাকে ফরিদপুরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

ওসি জানান, নিহত অপু মিয়ার বিরুদ্ধে হত্যা, মাদক ও দ্রুত বিচার আইনে সাতটি মামলা রয়েছে।

অপু মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান এ কর্মকর্তা।