যানজট : উত্তরা থেকে গাজীপুরমুখী সড়ক এড়িয়ে চলার অনুরোধ

Looks like you've blocked notifications!
জলাবদ্ধতায় ব্যাঘাত ঘটেছে সড়কে যানচলাচলে। ছবি : এনটিভি

দীর্ঘ যানজটের কারণে খিলক্ষেত থেকে উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক এড়িয়ে চলার জন্য ঢাকাবাসীকে অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার  ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলবদ্ধতার কারণে এ অনুরোধ জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা ট্রাফিক বিভাগ জনগণের জন্য এ সতর্কতা জারি করেছে। সংশ্লিষ্ট বিভাগের একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে।

সতর্ক বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সৃষ্ট ভারী বর্ষণে ঢাকা-ময়মনসিংহ সড়কের গাজীপুরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়কে বড় বড় গর্তে জলাবদ্ধতার কারণে খিলক্ষেত থেকে উত্তরা হয়ে মহাখালী পর্যন্ত যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সতর্ক বার্তায় আরও বলা হয়, এ অবস্থায় কোনো জরুরি প্রয়োজন ছাড়া নগরবাসীদের এ সড়ক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

তবে, ওই সহকারী পুলিশ কমিশনার আজ মঙ্গলবার দুপুরে বলেন, ‘দুপুর থেকে পানি কমা শুরু হয়েছে। এখন টুকটাক গাড়ি চলাচল শুরু করেছে।’