যানজট নিরসনে কালুরঘাটে ফের চালু হচ্ছে ফেরি

Looks like you've blocked notifications!
চট্টগ্রামে কর্ণফুলী নদীতে কালুরঘাট সেতু। ছবি : এনটিভি

কালুরঘাট সেতুসহ উভয় পাশের যানজট নিরসনে কর্ণফুলী নদীতে আবার ফেরি সার্ভিস চালু হচ্ছে। আগামী নভেম্বরে ফেরি সার্ভিসের উদ্বোধন হবে বলে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কালুরঘাট সেতুর যানজট নিরসনে নদীতে ফেরি চালুর জন্য সম্ভাব্যতা যাচাইয়ে গতকাল শুক্রবার ফেরির সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি কালুরঘাট সেতুর পশ্চিম পাড় পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘কালুরঘাটে যানজট নিরসনসহ ভারী যানবাহন পারাপারের জন্য নদীতে ফেরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে ফেরির কাজ শুরু হবে।’

এ সময় বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, পৌর প্যানেল মেয়র তারেকুল ইসলাম তারেক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ‘সচিব মহোদয় কালুরঘাট সেতু এলাকা পরিদর্শন করেছেন। সেতুর যানজট নিরসনে নদীতে ফেরি সার্ভিস চালু হবে। দুই-তিন মাসের মধ্যে কালুরঘাটে আগের মতো ফেরি চালু হবে।’