যানবাহনের চাপ নেই মহাসড়ক ও টোল প্লাজায়

Looks like you've blocked notifications!
যানবাহনবিহীন ফাঁকা ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে (আজ সোমবার সকালের চিত্র)। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের দুই মহাসড়ক ঢাকা-মাওয়া-ভাঙ্গা ও ঢাকা-চট্টগ্রামে যানবাহনের চাপ নেই। আজ সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর টোল প্লাজা ও বঙ্গবন্ধুর টোল প্লাজায় ঢাকামুখি লেনে যানবাহনের কোনো চাপ লক্ষ্য করা যায়নি।

পুরো মহাসড়কে অল্প সংখ্যক গণপরিবহণ ও ব্যক্তিগত যানবাহন ঢাকার দিকে যেতে দেখা গেছে। অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জে মেঘনা সেতু থেকে গোমতী সেতু পর্যন্ত যানবাহনের চাপ তেমনটা লক্ষ্য করা যায়নি। যানবাহনকে খুব সহজে পাড়ি দিতে দেখা গেছে এই মহাসড়কে।

মুন্সীগঞ্জের মাওয়া ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল হায়দার বলেন, ঈদের ছুটি শেষ আজ কর্মদিবসের প্রথম দিন হলেও মহাসড়কে যানবাহনের তেমন চাপ নেই।