‘যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয়’

Looks like you've blocked notifications!
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে রোববার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয়।’

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আজ রোববার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে। যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয়। তারা ছদ্মবেশী, বর্ণচোরা মুক্তিযোদ্ধা।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল। সহ-নেতারা অর্পিত দায়িত্ব পালন করেছেন। এটা ইতিহাসের মীমাংসিত বিষয়। এত দিন পর এ নিয়ে বিতর্ক সমীচীন নয়।’