যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভালো সাজেশন পেলে অবশ্যই নেব : পররাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : ফোকাস বাংলা

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা ভালো সাজেশন পেলে অবশ্যই সেটা নেব। আমরাও দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আওয়ামী লীগ বুলেটে নয়, ব্যালেটে বিশ্বাসী।

বাংলাদেশ সফরত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ড. মোমেন। আজ রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ডোনাল্ড লু সাংবাদিকদের জানান, ‘গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, মনবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বাংলাদেশকে পরামর্শ দিতে চায় যুক্তরাষ্ট্র। এসব বিষয়ে বাংলাদেশের পাশে থাকতে চায় তাঁর দেশ।’ 

ডোনাল্ড লু’র এ বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সাংবাদিকদের বলেন, ‘গত ৫০ বছরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক অনেক উন্নত হয়েছে। আমরা ভালো সাজেশন পেলে অবশ্যই সেটা নেব।’ 

ড. মোমেন বলেন, ‘আগামী এপ্রিলে আমাকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি, সেখানে আরও অনেক বিষয়ে আলোচনা হবে।’ 

বহুল আলোচিত মার্কিন ডিপ্লোমেট ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গতকাল শনিবার সন্ধ্যায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছান। ঢাকা সফরের প্রথম দিনেই তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি মন্ত্রীর ইস্কাটনের সরকারি বাসভবনে (পররাষ্ট্র ভবন) যান। সেখানে প্রায় দেড় ঘণ্টার বেশি সময় একান্তে বৈঠক করেন তারা। ওই বৈঠকের বিষয়ে কেউই সাংবাদিকদের কিছু বলেননি। 

ঢাকা আসার আগে দু’দিন নয়াদিল্লিতে কাটিয়েছেন মার্কিন সহকারী মন্ত্রী। সেখানে ভারত সরকার এবং দেশটির রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে এশিয়া অঞ্চলের বিভিন্ন বিষয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে তাঁর। দিল্লির সংবাদ মাধ্যম জানিয়েছে, দিল্লিতে থাকাকালে ভারত-চীন সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে বেইজিংয়ের আগ্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করেছেন এশিয়া এক্সপার্ট ডোনাল্ড লু।