যুবদল নেতা হত্যা : গ্রেপ্তার হয়নি কেউ
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলী আকবর হত্যাকাণ্ডের প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যদিও বুধবার হত্যাকাণ্ডে পর নিহতের স্ত্রী হাসী খাতুন গতকাল বৃহস্পতিবার রাতে মামলা করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়।
বেলকুচি থানায় করা ওই মামলায় সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নবীদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগেন ও সাংগঠনিক সম্পাদক স্বাধীন, জেলা ছাত্রলীগের সহসম্পাদক প্রতীক, আওয়ামী লীগ নেতা মফিজ মোল্লা, হেলাল, লিটন ও সুজনের নাম উল্লেখ করা হয়।
গত বুধবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনী বাড়ি বাজারে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন যুবদল নেতা আলী আকবর। এ সময় একদল দুর্বৃত্ত যুবদল নেতার মাথায় গুলি করে হত্যা করে।
জানতে চাইলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এনটিভি অনলাইনকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশ মামলাটি তদন্তের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।’