যেকোনো বিশৃঙ্খলা দমনে পুলিশের সক্ষমতা রয়েছে : আইজিপি

Looks like you've blocked notifications!
ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আজ সোমবার ‘আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ’ উদ্বোধনকালে বক্তব্য দেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি : এনটিভি

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি তৎপরতা এমনকি প্রধানমন্ত্রীর ওপরেও হামলা হয়েছে। জঙ্গিসহ যেকোনো বিশৃঙ্খলা দমনে পুলিশের সক্ষমতা রয়েছে।

আজ সোমবার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে ‘আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ’ উদ্বোধনকালে এসব কথা বলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

নির্বাচনের আগে সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিষয়ে আইজিপি বলেন, ‘পুলিশ একটি পেশাদার বাহিনী। যেকোনো ধরনের উশৃঙ্খলতা বা আক্রমণ প্রতিহত করার সক্ষমতা পুলিশের আছে।’

আইজিপি বলেন, ‘বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীসহ রাজনীতিবিদ, সাংবাদিক ও জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ পুলিশ প্রশাসন জঙ্গি তৎপরতা রুখে দিয়েছে। পুলিশ বাহিনী এ ধারা আব্যাহত রাখবে। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে পুলিশ বাহিনী।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা প্রশাসক মুস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীসহ পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।