যে হাতে আগুন দিতে আসবে, সেই হাত পুড়িয়ে দিতে হবে : বাহাউদ্দিন নাছিম

Looks like you've blocked notifications!
আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আবারও নৈরাজ্য শুরু করেছে। তাদের প্রতিবাদ নয়, প্রতিহত করতে হবে। যে লাঠি দিয়ে আঘাত করবে, সেটি দিয়েই তাদের কুপোকাত করতে হবে। যে হাতে আগুন দিতে আসবে, সেই হাত পুড়িয়ে দিতে হবে। প্রমাণ করতে হবে, এ বাংলাদেশ শেখ মুজিবের আদর্শের সন্তানদের বাংলাদেশ।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন বাহাউদ্দিন নাছিম।

নাসিম বলেন, ‘যারা আমাদের বলেছে—পালাবার পথ খুঁজে পাবে না; যারা সন্ত্রাসীদের ভাষায় কথা বলে, যারা সংবিধানকে পদদলিত করেছে; সেই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বাংলাদেশে আবার নৈরাজ্য শুরু করেছে। তাদের প্রতিবাদ নয়, প্রতিহত করতে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সমাবেশের সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।