যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

Looks like you've blocked notifications!
ঝালকাঠি সদরে ঘরের ভেতর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ছবি : এনটিভি

ঝালকাঠিতে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের পর হত্যা করে স্ত্রীর মরদেহ ঘরের ভেতর ঝুলিয়ে রাখার অভিযোগে স্বামী জসিম হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শহরের বসুন্ধরা সড়কে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, প্রায় আট বছর আগে নলছিটির বিকপাশা গ্রামের রাজমিস্ত্রী জসিম হাওলাদারের সঙ্গে ঝালকাঠির বসুন্ধরা সড়কের রফিক হাওলাদারের মেয়ে রেশমি আক্তারের বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। কিছুদিন ধরে স্বামী যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতেন। ৫০ হাজার টাকা শ্বশুর বাড়ি থেকে এনে না দিলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল রেশমিকে। এ ঘটনা রেশমি তাঁর বাবা, মা ও আত্মীয়দের জানান। স্বামী-স্ত্রীর মধ্যে এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। বৃস্পতিবার সকালে দুজনের ঝগড়ার এক পর্যায়ে স্বামী নির্যাতন করে রেশমিকে। পরে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রেশমির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, রেশমির ওপর নির্যাতন চালিয়ে হত্যার পরে মরদেহ ঝুলিয়ে রেখেছে স্বামী।

নিহত রেশমির চাচা মো. জামাল হাওলাদার বলেন, ‘আমার ভাইয়ের মেয়ে প্রায়ই ফোন করে বলতো, “তোমরা কেউ ৫০ হাজার টাকা জোগার করে দিতে পার না। আমি কি মার খেয়ে মরে যাব।” স্বামী জসিমের নির্যাতনেই রেমশির মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার বিচার দাবি করছি।’

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে, কি কারণে রেশমির মৃত্যু হয়েছে।’