রংপুরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Looks like you've blocked notifications!
আবহাওয়া ভবন। ফাইল ছবি

রংপুরে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (৮ মার্চ) আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিকসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময়ে দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং তা অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, আগামী তিন দিন তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ বরিশাল অঞ্চলে দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।  আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থেকে হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।