রংপুর মেডিকেলের ৩ কর্মকর্তাকে বদলি

Looks like you've blocked notifications!
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। ফাইল ছবি

রংপুর মেডিকেল কলেজ (রমেক) ও হাসপাতালের ১৬ কর্মচারীকে একযোগে বদলির পর এবার হাসপাতালটির উপপরিচালক ও দুই সহকারী পরিচালককে সরিয়ে দিল স্বাস্থ্য বিভাগ। আজ রোববার এই তিনজনের বদলির আদেশ জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বদলি হওয়া চিকিৎসকদের আগামী সাত দিনের মধ্যে পরবর্তী কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। 

ওই আদেশে হাসপাতালের উপপরিচালক ডা. মো. আব্দুল মোকাদ্দেমকে ওএসডি করে সংযুক্ত করা হয়েছে নাগেশ্বরীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি)। সহকারী পরিচালক ডা. মোস্তফা জামান চৌধুরীকে বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সহকারী লেকচারার পদে, সহকারী পরিচালক ডা. আরশাদ হোসেনকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সুপারিনটেনডেন্ট পদে বদলি করা হয়।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর মায়ের চিকিৎসা করাতে এসে সিন্ডিকেটের হয়রানির শিকার হন ওই হাসপাতালের চিকিৎসক অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট এ বি এম রাশেদুল আমীর। একদিন পর হাসপাতালের পরিচালককে লিখিত অভিযোগ দিলে বরখাস্ত করা হয় তিনজনকে। এরপর ২৬ সেপ্টেম্বর হাসপাতালের অনিয়ম-নৈরাজ্য বন্ধ, চিকিৎসাসেবা ও শিক্ষার পরিবেশ ফেরানোর দাবিতে ‘রংপুরের সর্বস্তরের চিকিৎসকদের’ ব্যানারে আন্দোলনে পরের দিনই দুই দফায় ১৬ কর্মচারীকে বদলি করা হয়।