রপ্তানি হবে শেরপুর বিএডিসি হিমাগারের আলু
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) শেরপুরের হিমাগার থেকে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় আনুষ্ঠানিকভাবে আলু রপ্তানি শুরু করেছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে জেলার বিএডিসি উপপরিচালকের কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিএডিসির উপপরিচালক খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহিত কুমার দে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত আলুচাষি উসমান গণি।
শেরপুরের বিএডিসি হিমাগার থেকে সর্বমোট ১০০ মেট্রিক টন আলু দুটি দেশে রপ্তানি করা হবে।