রাঙামাটিতে করোনা উপসর্গে স্বাস্থ্যকর্মীর মৃত্যু
রাঙামাটির কাপ্তাই উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আজ রোববার বিকেলে এক মারমা যুবকের (২৬) মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের রয়েল হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
রয়েল হাসপাতালের নার্সদের দায়িত্বে থাকা কর্মকর্তা আশীষ দাশ বলেন, ‘ওই স্বাস্থ্যকর্মী ১০ থেকে ১২ দিন আগে জ্বর নিয়ে কষ্ট পাচ্ছিল। কিন্তু সেটাকে তিনি গুরুত্ব না দিয়ে সাত দিন আগে হাসপাতাল থেকে ছুটি নেন। পরে তিনি অতিরিক্ত অসুস্থ হয়ে গেলে তাঁকে শহরে থেকে চিকিৎসা নিতে বলা হয়। কিন্তু তিনি সেটা না করে দুদিন আগে অসুস্থ শরীর নিয়েই বাড়ি চলে যান। সেখানেই বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হয়।’
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, ‘ওই যুবক গত দুদিন আগে চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে আসেন, তাঁর জ্বর ছিল বলে তিনি জানিয়েছিলেন।’
এদিকে, ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘ওই যুবক দুদিন আগে শহর থেকে তাঁর গ্রামের বাড়িতে আসেন। আজ রোববার বিকেল ৫টায় তিনি মারা যান।’
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী জানান, মৃত যুবকের নমুনা নিয়ে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।
তারা জানান, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ওই যুবকের লাশ সৎকার করা হবে। তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে।
ক্যাপশন : রাঙামাটির কাপ্তাই উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আজ রোববার বিকেলে মারা যাওয়া মারমা যুবক। ছবি : এনটিভি