রাঙামাটিতে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

Looks like you've blocked notifications!
রাঙামাটিতে আঞ্চলিক সংগঠনের দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় নিহত অভিষেক চাকমা। ছবি : এনটিভি

রাঙামাটির রাজস্থলী উপজেলায় দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় অভিষেক চাকমা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার দুর্গম গাইন্দ্যা ইউনিয়নের ওগারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন এসব তথ্য নিশ্চিত করে জানান, উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায় আঞ্চলিক সংগঠনের দুই দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য। 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। 

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ বলেন, ‘গতকাল রাতে দুই পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনাটি ঘটেছে। রাজস্থলী থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।’