রাঙামাটিতে সেনাবাহিনী-সন্ত্রাসী গুলি বিনিময় : ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

Looks like you've blocked notifications!
খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন রাঙামাটি জেলার বাঘাইছড়ির পশ্চিম জারুলছড়ি এলাকায় অভিযান চালিয়ে দুটি একে ৪৭ রাইফেল, গুলিসহ বিভিন্ন দলিল, দস্তাবেজ উদ্ধার করেছে সেনাবাহিনী। ছবি : এনটিভি

খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন রাঙামাটি জেলার বাঘাইছড়ির পশ্চিম জারুলছড়ি এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

আজ রোববার ভোরে বাঘাইহাট সেনা জোন অভিযান পরিচালনা করলে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খাগড়াছড়ি সেনা রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি একে ৪৭ রাইফেল, গুলিসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কাজের দলিল, দস্তাবেজ উদ্ধার করেছে সেনাবাহিনী।

সেনা সূত্র জানায়, তারা গোয়েন্দা তথ্যে জানতে পারে পশ্চিম জারুলছড়ি এলাকায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে। পরে বাঘাইহাট সেনা জোনের একটি বিশেষ অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সেনাবাহিনী সদস্যরা সন্ত্রাসীদের ধাওয়া করলে তাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

পরে সেনাবাহিনী সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি একে ৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড অ্যামুনিশন, দুটি মোবাইল ফোনসেট, তিনটি কাপড়ের ব্যাগসহ বিপুল নথিপত্র উদ্ধার করেন।