রাঙামাটিতে হত্যার ৬ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
রাঙামাটিতে পুলিশের হেফাজতে খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়া সেলিম মাহমুদ। ছবি : এনটিভি

রাঙামাটি শহরে ছুরিকাঘাতে ইজাবুল হক রাব্বি নামে এক তরুণকে হত্যার ছয় ঘণ্টার মধ্যে আসামি সেলিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে হত্যার পর বিকেল ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে রাঙামাটি জেলা পুলিশ।

গ্রেপ্তার সেলিম রাঙামাটি শহরের বনরূপার একটি রেস্টুরেন্টে বয় হিসেবে কাজ করেন। তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলার বাসিন্দা। এদিকে, নিহত রাব্বি ২০১৮ সালে মাদক আইনে গ্রেপ্তার হয়ে জেল খেটেছিল।

রাঙামাটির পুলিশ সুপার মীর তৌহিদুল ইসলাম বলেন, ‘সিসিটিভি ফুটেজ ও মোবাইল ট্র্যাকিং করে আমরা খুনিকে চিহ্নিত করতে পেরেছি। ঘটনার প্রায় ছয় ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামির দেওয়া তথ্যমতে, নিহত রাব্বীর সঙ্গে আসামির পূর্বপরিচয় এবং বন্ধুত্ব ছিল। আসামি সেলিম মাহমুদ নিহত রাব্বীর কাছে টাকা পাওনা ছিল। গতরাত আড়াইটার সময় বনরুপা ফরেস্ট রোড কবরস্থানের সামনে রাব্বী এবং সেলিমের মধ্যে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিহত রাব্বি আসামি সেলিম মাহমুদকে মারধর করে। পরে সেলিম তার বাসায় চলে যায়। ভোরে সেলিমকে ফোন করে ঘটনাস্থলে নিয়ে যায় রাব্বি। এবার কথা কাটাকাটির এক পর্যায়ে রাব্বিকে ছুরিকাঘাত করে সেলিম। ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়। পাশে থাকা মার্কেটের নৈশপ্রহরী মো. আমির হোসেন সেলিমকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তিনি রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।’

পুলিশ সুপার মীর তৌহিদুল ইসলাম বলেন, ‘নিহত রাব্বীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।’