রাঙ্গামাটিতে জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি, নিহত ৬

Looks like you've blocked notifications!
ফাইল ছবি : এনটিভি

রাঙ্গামাটিতে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অপর তিন জন। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

স্থানীয় ও নিরাপত্তা বাহিনী জানায়, গতকাল মঙ্গলবার রাত ১০টার পর থেকে নানিয়ারচর ও লংগদুর মাঝামাঝি কাট্টলী এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ গ্রুপের সদস্যদের মাঝে গোলাগুলি শুরু হয়। প্রায় চার ঘণ্টার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান ছয় জন এবং আহত হন আরও তিন জন।

এলাকাবাসী জানায়, আধিপত্য ও চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে এই সংঘর্ষ ঘটে। নিহতরা প্রসীত গ্রুপের ইউপিডিএফ সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।