রাজধানীতে অগ্নিদগ্ধ নারী চিকিৎসকের মৃত্যু

Looks like you've blocked notifications!
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) চিকিৎসক অদিতি সরকার (৩৮) গত শুক্রবার বাসার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছিলেন। চিকিৎসা নিচ্ছেলেন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। আজ বুধবার সকাল ১০টার দিকে তিনি মারা গেছেন। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ডা. আইউব হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘গত শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর ওয়ারির ১০ নম্বর হেয়ার স্ট্রিট এলাকার একটি ছয়তলা ভবনে নিজ কক্ষে অগ্নিদগ্ধ হন অদিতি সরকার। পাঁচ দিন চিকিৎধীন থাকার পর আজ তিনি মারা যান। তাঁর শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) চিকিৎসক ছিলেন।’

অদিতির স্বামী মানেশ মণ্ডল জানান, অদিতি অসুস্থ ছিলেন। ঘটনার সময় পরিবারের আর কেউ বাসায় ছিল না। কীভাবে আগুন লাগে, সেটি তিনি জানতে পারেননি।