রাজধানীতে আনসার আল ইসলামের ‘সক্রিয়’ সদস্য গ্রেপ্তার
রাজধানীর কলাবাগান থানা এলাকায় অভিযান চালিয়ে নাঈম আলী ওরফে নাঈম বিন সাদ ওরফে মুজাহিদ আল হিন্দ (১৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এটিইউ-এর দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।
রাজধানীর কলাবাগান এলাকায় বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির এটিইউর সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদা পারভীন।
গ্রেপ্তারের সময় নাঈম আলীর কাছ উগ্রবাদী কার্যক্রমে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন, একটি মেমোরি কার্ড ও পাঁচটি উগ্রবাদী বই জব্দ করা হয়।
নাঈমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওয়াহিদা পারভীনের দাবি, ‘নাঈম ‘গাজওয়াতুল হিন্দ’প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদী প্রচারণা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি ব্যবহার করে রাষ্ট্র ও সরকারবিরোধী, ধর্মীয় উসকানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট দিতেন।’
ওয়াহিদা পারভীন বলেন, ‘নিজেদের মতাদর্শ প্রচারের মাধ্যমে নাঈম অনলাইনে আনসার আল ইসলামের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করতেন। উগ্রবাদী বিভিন্ন বই ও কনটেন্ট অনলাইনে পোস্ট দিয়ে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করতেন নাঈম। তার নামে কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’