রাজধানীতে চলন্ত বাস থেকে ফেলে যাত্রী হত্যার অভিযোগ

Looks like you've blocked notifications!
নিহত আবু সায়েম মুরাদ। ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে ফেলে দিয়ে আবু সায়েম মুরাদ (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘নিহত মুরাদ নিট প্লাস লিমিটেড নামের পোশাক কারখানার সিনিয়র এক্সিকিউটিভ।’

জানা গেছে, ঘটনার পর বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। বাসের চালক ও হেলপার গণপিটুনির শিকার হয়েছেন। ঘটনার সময় মুরাদ ৮ নম্বর বাসে ছিল। মুরাদকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর পর ওই বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

মাজহারুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মুরাদ নামের এক ব্যক্তি মারা গেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা সেই বাসে আগুন ধরিয়ে দেয়। তবে, আগুনে যাত্রীবাহী বাসের আংশিক ক্ষতি হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’