রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে তৃতীয় লিঙ্গের ৪ জন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
উত্তরা পশ্চিম থানা। ছবি : এনটিভি

রাজধানীর উত্তরা এলাকায় বাস কাউন্টারে চাঁদাবাজির অভিযোগে তৃতীয় লিঙ্গের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া তৃতীয় লিঙ্গের চারজন হলেন—মৌসুমী হিজড়া (৩২), অনিকা হিজড়া (১৯), তুলী হিজড়া (২৪) ও দুলী হিজড়া (২৫)।

মোহাম্মদ মহসীন বলেন, ‘অভিযুক্তরা এনা পরিবহণের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে না চাইলে একপর্যায়ে তার পকেট থেকে হিজড়া সদস্যরা ১০১০ টাকা ছিনিয়ে নেয় এবং আরও ৪৯০ টাকা দাবি করে কাউন্টারে হৈচৈ শুরু করে দেয়। বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশ গিয়ে চারজনকে গ্রেপ্তার করে।’

মোহাম্মদ মহসীন আরও বলেন, ‘অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এ এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করে আসছে। চাঁদা না দিলে তারা বাস কাউন্টার এবং গাড়িতে রীতিমতো তাণ্ডব চালাতেন এবং যাত্রীদের সঙ্গেও বাজে আচরণ করতেন।’

ওসি বলেন, ‘এ ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আমরা তাদের আদালতে পাঠিয়েছি।’